শ্যামনগর উপজেলা চেয়ারম্যানকে চিকিৎসা থেকে বঞ্চিত করার অভিযোগ

আশিকুজ্জামান লিমনঃ

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে শ্যামনগর উপজেলা চেয়ারম্যানকে চিকিৎসা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে ৷ এ ঘটনায় জনমনে ব্যপক ক্ষোবের সৃষ্টি হয়েছে ৷

ঘটনাসূত্রে জানা গেছে যে, ২ আগস্ট ২০২১ তারিখ সোমবার বেলা ১১ টার সময় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন উপজেলা পরিষদের নিজস্ব কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার অফিস সহকারি আকবর হোসেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহাকে মোবাইল ফোনে উপজেলা চেয়ারম্যানের অসুস্থতার খবর জানান এবং একজন ডাক্তার পাঠাতে অনুরোধ করেন ৷ ডাঃ অজয় কুমার সাহা জানান হাসপাতালের বাহিরে রুগী দেখার নিয়ম নেই বলে ফোন সংযোগ বিছিন্ন করেন ৷
আকবর আলী তাৎক্ষণিক বেসরকারি ফ্রেন্ডশীপ হাসপাতালে ফোন করে এ্যামবুলেন্স পাঠাতে বলেন ৷ ফ্রেন্ডশীপ হাসপাতাল থেকে এম্বুলেন্স এসে উপজেলা চেয়ারম্যান কে নিয়ে যায় ৷ তিনি বর্তমান ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তবে একটি বিশেষ সূত্রে জানা গেছে যে, গত ১ আগষ্ট ২০২১ তারিখে উপজেলা ভিত্তিক গণ টিকা দেওয়ার জন্য উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা অ‌ফিসার‌ অজয় কুমার শাহা শ‌্যামনগর মর্ডান স্কু‌লে ‌কো‌ভিড-১৯ টিকা কার্যক্রম করেন ৷ বর্তমান চলমান বৃষ্টির ফলে শ‌্যামনগর মর্ডান স্কু‌লের মাঠে হাঁটু সমান পানিতে জনসাধারণকে টিকা দেওয়ার কার্যক্রম করেন অজয় কুমার শাহা ৷
উপজেলা প্রশাসন বারবার টিকাদান কেন্দ্র স্থানান্তর করার কথা বলার পরও স্থানান্তর পরিবর্তন না করায় উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলনের সাথে বাকবিতন্ড হয় ৷ এরই জের ধরে উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনকে চিকিৎসা থেকে বঞ্চিত করেন ৷
বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়েছে ৷
সবার মুখে মুখে একটাই কথা একজন জন প্রতিনিধির সাথে এমনটা হলে ! সাধারণ মানুষের কতটা ভোগান্তিতে পড়তে হয়?

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)