মিসরকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক :
অলিম্পিক ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে জয়যাত্রা অব্যাহত রেখেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের বাধা টপকে এখন সেমিফাইনালের মঞ্চে সবশেষ অলিম্পিকের সোনা জয়ীরা। শনিবার টোকিও অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্টের শেষ আটের লড়াইয়ে মিসরকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।
পাঁচ বছর আগে ২০১৬ সালে রিও অলিম্পিক দিয়ে প্রথমবার ছেলেদের ফুটবল ইভেন্ট থেকে সোনা জিতেছিল ব্রাজিল। সেবার তাদের দলকে নেতৃত্ব দিয়েছিলেন নেইমার। টোকিও অলিম্পিকে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ফরোয়ার্ড না এলেও দুর্বার গতিতে এগিয়ে চলেছে নীল-হলুদরা।
এবার ব্রাজিলের স্বপ্নযাত্রার নেতৃত্বে আছেন রিচার্লিসন। মিসরের বিপক্ষে স্কোরশিটে এই ফরোয়ার্ডের নাম না উঠলেও তার পাস থেকেই জয়সূচক গোলটি করেছেন মাথিয়াস কুনহা।
জাপানের সাইতামা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের পারফরম্যান্স অবশ্য ব্রাজিলকে খুব একটা স্বস্তি দিচ্ছে না। কারণ ম্যাচ জুড়ে গোল মিসের মহড়া দিয়েছেন সেলেসাও ফরোয়ার্ডরা।
মিসরের রক্ষণাত্মক ফুটবলে ৩৭ মিনিটে রিচার্লিসনের পাস থেকে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন কুনহা। এই এক গোলেই সেমিতে পা রেখেছে ব্রাজিল।
টোকিও অলিম্পিক ফুটবলেও ফেভারিট ব্রাজিল। সোনা জয়ের স্বপ্ন নিয়ে জাপানের ক্রীড়াযজ্ঞে এসেছে তারা। এখন তাদের সামনে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর অন্য কোয়ার্টার ফাইনাল জয়ী দলের সঙ্গে সেমিফাইনালে মুখোমুখি হবে দানি আলভেসরা।