কালিগঞ্জে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন ইউএনও খন্দকার রবিউল ইসলাম
হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জে পানিবন্দি মানুষের দুর্দশা লাঘবে ইউএনও খন্দকার রবিউল ইসলামের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কয়েকদিনের টানা বর্ষনে উপজেলার সদরসহ নিন্মাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্থ হয় মৎস্য চাষী, ব্যবসায়ী ও কৃষককূল। শ্রমজীবি মানুষসহ নিন্ম আয়ের মানুষজন অসহায় হয়ে পড়েন। ঠিক এমনই সময়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম উপজেলার ১২টি ইউনিয়নের অধিকতর ক্ষতিগ্রস্থ্যদের তালিকা করে শুকনা খাবার প্রদান করেছেন। তিনি উপজেলার ১২টি ইউনিয়নে করোনা এক্সপার্ট টিমের সদস্যদের দিয়ে প্রকৃত অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ্যদের মাঝে ১০কেজি করে চাউল প্রদান করেছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তিনি শনিবার (৩১ জুলাই) সকাল থেকে উপজেলার মৌতলা ও কৃষ্ণনগর ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও পানি নিস্কাশনে স্থানীয়দের সাথে নিয়ে খালের নেট, পাটা ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বেড়িবাঁধ অপসারণ করেন। এছাড়া বিভিন্ন ব্যাক্তির অভিযোগের প্রেক্ষিতে পানি নিস্কাশনের সুব্যবস্থ্যা করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, সূধী ও ভুক্তভোগী জনগন। নেট পাটা অপসারন অভিযান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম উপস্থিতিদের উদ্দ্যেশে বক্তব্যে বলেন- পানি নিষ্কাশন এর জন্য অভিযান। একজন এর ব্যক্তিস্বার্থে একাধিক লোকের দুর্দশা হলে গণউপদ্রব হলে সে ক্ষেত্রে দন্ডবিধি অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। সকল রাজনৈতিক জনপ্রতিনিধিবৃন্দ জনগণের দুর্দশা লাঘবে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সকলের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং জনস্বার্থে ব্যাপক প্রচারণার ব্যবস্থা করবেন। যে যেখানে নেট পাটা, ঘন জাল বা বাঁধ দিয়ে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করেছেন অনতিবিলম্বে নিজ দায়িত্বে বাঁধা অপসারণ করবেন। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির বিধান শাস্তির ব্যবস্থা করা হবে।
Please follow and like us: