খুমেক’র সাবেক পরিচালক পরিতোষ কন্ডুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
আব্দুর রশিদ বাচ্চু:
খুলনা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ও ডুমুরিয়ার উপজেলার নরনিয়া গ্রামের কৃতি সন্তান ডাক্তার পরিতোষ কুন্ডু (৬৬) স্টক জনিত কারনে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে স্ত্রী,১ মেয়ে জামাই, আতœীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অনেক আগেই তার একমাত্র ছেলে রাজিব কুন্ডু (১৭) বছর বয়সে ব্লাড ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। জানাযায়, আজ (শুক্রবার ৩০ জুলাই) সকাল ১০ টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেন ষ্টোক জনিত কারনে তিনি মৃত্যু বরণ করেন। তিনি যশোরের দেশ প্রাইভেট ক্লিনিকে কর্মরত ছিলেন। নরনিয়া সপ্তপল্লী ভৈরবী তীর্থ মহা শ্মশানে সন্ধা ৬ টায় তাকে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। এদিকে তার শেষকৃত্য অনুষ্ঠানে আতœীয় স্বজন,হেতাকাঙ্খিসহ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ শেষকৃত্যে অংশগ্রহণে যোগদান করেন । যশোর দেশ ক্লিনিকের পরিচালক মোঃ আবুল কাশেমের সাথে আলাপ হলে তিনি আমাদের বলেন, স্যার খুব ভালো বড় মনের মানুষ ছিলেন। তিনি অভয়নগর হাসপাতালের টি এইচ এ পদে কর্মরত ছিলেন। তার পর ঝিনাইদহ হাসপাতালের টি এইচ এ ছিলেন। এর পর তিনি প্রমোশন নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে কর্মরত ছিলেন। খুমেক এ পরিচালক পদে থাকা অবস্হায় অবসরে যান। অবসরে যাওয়ার পর তিনি যশোরের একটি প্রাইভেট হাসপাতালে প্রাকটিস করতেন। সকালে যথারিতি তিনি সকাল ১০ টায় যশোর দেশ ক্লিনিকে আসেন। সেখানে তার শারিরীক অবস্হা খারাপ হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।
Please follow and like us: