খুলনা ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু
আব্দুর রশিদ বাচ্চু:
খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। সোমবার ২৬ জুলাই আনুমানিক সকাল ৮টার দিকে বৈদ্যতিক সেচ মটরের সুইচ থেকে এ ঘটনা ঘটে । মৃত্যু ব্যাক্তি আলী আহম্মেদ ফকির (৩০) সে কাঞ্চনপুর গ্রামের রজব আলী ফকিরের ছেলে ।
মৃত ব্যাক্তির পরিবার ও প্রতিবেশিরা জানান, সকালে খাওয়া দাওয়ার পরে ২ ভাই ও ১ জোনসহ ৩ জনে মিলে আমন ধান চাষের জন্য নিজ জমিতে ধানের চারা মারতে যায়। কিন্তু জমিতে পানির পরিমাণ কম থাকায় নিজের মটর দ্বারা পানির ব্যাবস্হা করেন, জমিতে প্রয়োজনীয় পানি হয়ে গেলে মটরের সুইস অপ করে আসতে দেরী হচ্ছে । দেরী দেখে তার বড় ভাই এগিয়ে যায়। তখন সে দেখতে পায় তার ভাই মৃত অবস্থায় পড়ে আছে। পরে ছুটাছুটি ও তাদের চিতকারে লোকজনে উদ্ধার করে চুকনগর স্হানীয় প্রাইভেট ক্লিনিকে নিলে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে ।
এঘটনা মুহুর্তের মধ্যে এলাকায় কালো মেঘের ন্যায় শোকের ছায়া নেমে আসে এবং কান্নার রোল পড়ে যায়। মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্হলে মাগুরাঘোনা বিট পুলিশের এস,আই হাবিবুল্লাহ নেতৃত্বে পুলিশের টিম পরিদর্শন করেছে । এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অপমৃতু মামলার প্রস্ততি চলছিলো।
শোকসমাপ্ত পরিবারের পাশে সমবেদনা জানাতে ছুটে আসে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ মোঃ রফিকুল ইসলাম হেলাল, স, ম রোকনুজ্জামান (মন্টু ) মোঃ শাহাদাৎ হোসেন হালদার প্রমুখ।
Please follow and like us: