কালিগঞ্জ হাসপাতালে ফ্রি অক্সিজেন সিলেন্ডার ও ঔষধ সামগ্রী হস্তান্তর
মনিরুজ্জামান (মহসিন)ঃ
সারাদেশে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। আর এর সীমান্তবর্তী জেলাগুলোতে সবচেয়ে বেশি। প্রতিদিন দেশে নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ এবং প্রাণ দিতে হচ্ছে অসংখ্য মানুষকে।
তাই মানবতার কল্যাণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা করোনা রোগীদের উপকারার্থে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা হাইস্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি ঢাকার উদ্যোগে ২৪ জুলাই শনিবার বেলা সাড়ে ১০ টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের নিকট ফ্রি ৫ টি অক্সিজেন সিলেন্ডার ও কিছু প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বা উপকরণ হস্তান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: শেখ তৈয়েবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অক্সিজেন সিলেন্ডার ও ঔষধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সদস্য মাজহারুল আনোয়ার, ডা: গোলাম মোস্তফা, কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা হাইস্কুলের প্রাক্তন ছাত্র ও বর্তমান প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েম, একই বিদ্যালয়ের শিক্ষক মো: মিজানুর রহমান, মো: সাইফুল ইসলাম প্রমূখ।
এদিকে নলতা হাইস্কুল প্রাক্তন ছাত্র সোসাইটি ঢাকার উদ্যোগে নলতার আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৩ টি এবং নলতা হাসপাতালে ২ টি ফ্রি অক্সিজেন সিলেন্ডার ও কিছু ঔষধ সামগ্রী হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।