একা পেয়ে মুখ চেপে শ্যামনগরের মহিলার শরীর থেকে স্বর্নালঙ্কার ছিনতাই
আশিকুজ্জামান লিমনঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগরে বাড়ি ঢুকে একা পেয়ে মুখ চেপে এক মহিলার শরীর থেকে স্বর্ণালঙ্কার ছিনতাই অভিযোগ উঠেছে ৷
সূত্রে জানা গেছে যে, ২৩ জুলাই ২০২১ সন্ধ্যা শুক্রবার রাত অনুমানিক ৮ টার দিকে রমজাননগর ইউনিয়নের রমজাননগর গ্রামের মোঃ রমজানের স্ত্রী ডলি বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে আসলে আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারীরা ডলি বেগমের মুখ চেপে ধরে তার পরিহিত গলার স্বর্ণের চেইন ও একটা দুল ছিড়ে নিয়ে পালিয়ে যায়। স্বর্ণের চেইন ( হার) ও দুলের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা মূল্যের ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাগেছে । এই ঘটনার পর থেকে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।ডলি বেগমের স্বামী রমজান বলেন, গত কয়েকদিন আগে প্রশাসনের উপর হামলার ঘটনার জের ধরে রমজাননগরে পুরুষ শূন্য ৷ এর জন্য কিছু উসৃঙ্খল ব্যক্তিরা এলাকায় চুরি, ছিনতাই শুরু করেছে ৷
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান,খবর পেয়ে এসআই দিপ্তেস ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।