তালায় পরিবহন ও ইজিবাইক সংঘর্ষে আহত ৬
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় পরিবহন ও ইজিবাইক সংঘর্ষে ৬জন আহত হয়েছে। আহতরা হল, তালা উপজেলার মাহামুদ পুর গ্রামের, রিপন গাজী (২৮) রাসেল গাজী (২৫) সাইফুল্লাহ সরদার (২৯) ইসলামকাটি গ্রামের দম্পতি ও শিশু সন্তানের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলে জানা গেছে । আহতদের মধ্যে তিন জনের অবস্তা আসঙ্কজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে রেফার্ট করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার(২৩জুলাই) সকালে তালা ও পাইকগাছা সড়কের গঙ্গারাম পুর সাইক্লোন শেল্টার সংলগ্ন এলাকায় ।
প্রত্যক্ষদর্শিরা জানায়, আজ সকালে ঢাকা থেকে পাইকগাছা গামী জি. এস পরিবহনের সাথে কপিলমুনি থেকে তালা গামী ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী, শিশু সন্তান সহ ছয় জন আহত হয়। আহতদের মধ্যে তিন জনের অবস্তা আসংঙ্খাজনক। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলে জানান তারা ।
তালা থানা পরিদর্শক মেহেদি রাসেল সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: