এফবিসিসি আই কতৃর্ক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ
Post Views:
৫৯৫
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ এফবিসিসি আই কতৃর্ক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচী ‘র শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১.১৫ মিনিটে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচী ‘র শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সাতক্ষীরা চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের তত্বাবধায়ক ডা:কুদরতে খোদা।
অনুষ্ঠানে চেম্বার সভাপতি নাছিম ফারুক খান মিঠু ১৩ টি অক্সিজেন সিলিন্ডার, ৪৫ হাজার মাস্ক ও দুটি হাইফ্রো ক্যানেলা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নিকট। জেলা প্রশাসক সাথে সাথে সেগুলো মেডিকেল কলেজ এন্ড হসপিটালের তত্বাবধায়ক ডা:কুদরতে খোদার নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে এসময় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাট্রির সহ সভাপতি এহসান হক বুলবুল,কাঁচা বাজার ব্যবসায়ীর সাধারন সম্পাদক আবদুর রহিম বাবু সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।