শ্যামনগরের ভেটখালীর কৃতী সন্তান মৃত্যুঞ্জয় সরদারের ঈদ ড্রামা “শুধু তোমার জন্যে”
আশিকুজ্জামান লিমনঃ
পৃথিবীর বড় বড় লোমহর্ষক কাহিনী সংঘটিত হয়েছে নারীর কারণে।নারীর জন্যই তৈরি হয়েছে তাজমহল। শহরের সাধারণ ছেলে শোভন,শহরের ডন সালাউদ্দিন চৌধুরীর বোন রুপাকে পাওয়ার জন্যে,সালাউদ্দিন চৌধুরীর চ্যালেঞ্জে নিজেকে শহরের বড় ডন করার চেষ্টা করে। এভাবে” শুধু তোমার জন্যে..”রোমান্টিক এ্যকশন ধর্মি গল্পটি সামনে অগ্রসর হয়। নাটকটি প্রযোজনা করেছে প্রযোজনা সংস্থা ইনফিনিটি। নাটকটি রচনা করেছেন, দেশ বরেন্দ্র লেখক শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন সময়ের আলোচিত পরিচালক, মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন – সজল,টয়া,সঞ্জয় রাজ,আশরাফুল আলম,ড.হিরা,জি,সি রাজিব,রানা,লেখন,অভি,রনি,জীবন,পারভেজ,রকি প্রমুখ। নাটক সম্পর্কে ডিরেক্টর বলেন-আমি গল্পের পাগল ছেলে, ভিন্ন ভিন্ন গল্প বলতে ভালোবাসি। আমার নাটক হিট করতে হবে, আলোচনায় আসতে হবে,আমি এটা ভেবে কখনও নাটক নির্মান করিনা। “শুধু তোমার জন্যে..” একটি রোমান্টিক এ্যকশন ধর্মি নাটক,প্রচার ঈদের ২য় দিন রাত ৯ টায় এস এ টিভিতে। দেখবেন অন্য রকম ইমেজ পাবেন।কয়েক দিন আগে চ্যানেল আইয়ে সম্প্রচার হওয়া টেলিফিল্ম “জুতা চরণ বাবু” দেশ ও দেশের বাইরের মানুষের হৃদয়ে রেখাপাত করে, যার হাজার হাজার অশ্রু সিক্ত কমেন্ট ই প্রমান। কয়েক দিন আগে আর টিভিতে সম্প্রচার হওয়া নাটক “গোঁফ রতন” ইয়াং ছেলেদের মনে দূর্দান্ত রেখাপাত করেছে।দেশের বিভিন্ন অঞ্চলে চায়ের দোকানে রিতিমত ট্রোল চলে। ঈদের পরপরেই এন টিভিতে আসছে আজম খানের রচনায় আমার পরিচালনায় নাটক “তবুও লাবনীরা থেমে থাকেনা”। দেখবেন ভালো লাগবে। সবাঈকে ঈদ মোবারক।