টিকার আওতায় ৩০ বছর বয়সীরাও
নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের গণটিকার পরিধি আরো বিস্তৃত করেছে সরকার। এর অংশ হিসেবে টিকার নিবন্ধনের বয়সসীমা ৩৫ বছর থেকে কমিয়ে ৩০ বছর করা হয়েছে। ফলে এখন থেকে বয়স ৩০ বছর হলেই করোনার টিকা নিতে পারবেন।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এরই মধ্যে টিকা নেয়ার জন্য নাম নিবন্ধনের অ্যাপে ‘সুরক্ষা’ বয়সসীমা কমিয়ে ৩০ বছর নির্ধারণ করা হয়েছে।
দেশে গণটিকা শুরুর সময় নিবন্ধনের ন্যুনতম বয়স ছিল ৫৫ বছর। পরে এটিকে কমিয়ে ৪৪ বছর করা হয়। গত ৫ জুলাই বয়সসীমা আরও কমিয়ে ৩৫ বছর নির্ধারণ করা হয়।
দেশে এ পর্যন্ত জনসংখ্যার প্রায় চার শতাংশ মানুষ টিকা নিয়েছেন। সরকার এ পর্যন্ত বিভিন্ন উৎস থেকে ১ কোটি ৭৯ টিকা পেয়েছে, যার মধ্যে রয়েছে ভারত ও চীন থেকে উপহার পাওয়া ৩৩ লাখ ও ১১ লাখ ডোজ টিকা। ১৭ জুলাই পর্যন্ত দেশের ১ কোটি ১১ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ৪৩ লাখ মানুষ দুটি ডোজই পেয়েছেন।