ভারতে পরীক্ষা ছাড়াই মাধ্যমিকের ফল
আন্তর্জাতিক ডেস্ক :
প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে পরীক্ষা ছাড়াই মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছে। আর পাসের হার শতভাগ এসেছে, যা একেবারেই নজিরবিহীন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি।
মঙ্গলবার সকাল ৯টায় সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মাধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ফল জানতে পারবে।
চলতি বছর মোট পরীক্ষার্থী ১০ লাখ ৭৯ হাজার ৭৪৯ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। পাশ করেছে সবাই। গত বছর তা ছিল ৮৬.৩৪ শতাংশ। মেধাতালিকা প্রকাশিত না হলেও পর্ষদ সূত্রে খবর, এ বছর ৭০০র মধ্যে ৬৯৭ পেয়েছেন মোট ৭৯ জন পরীক্ষার্থী।
করোনা আবহে এ বছর বাতিল করতে হয়েছে পরীক্ষা। নবম শ্রেণির ফাইনাল পরীক্ষার ফলাফল এবং দশমের ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। তাই মেধাতালিকা প্রকাশ করা হলো না এ বছর। পরে স্কুল থেকে অভিভাবকদের সঙ্গে মার্কশিট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা।
সূত্র: সংবাদ প্রতিদিন।