সাতক্ষীরায় জামাতার ছুরিকাঘাতে প্রাণ গেল শাশুড়ির: স্ত্রী আহত, গ্রেফতার ১
স্টাফ রিপোর্টর:
সাতক্ষীরায় জামাতা মাতিন সরদার ওরফে লতিফ সরদারের ছুরিকাঘাতে নিহত হয়েছেন শাশুড়ি মোমেনা খাতুন । একই সময়ে ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন তার মেয়ে ফাতেমা খাতুন। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা তালসারি গ্রামের ফাতেমার বাবা গোলাম হোসেনের বাড়িতে। এঘটনায় জামাতা মাতিনকে আটক করা হয়েছে। আর চিকিৎসার জন্য গুরুতর আহত ফাতেমা খাতুনকে বুশরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শাশুড়ি মোমেনা খাতুনের স্বামী গোলাম হোসেন জানান,সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের নেসারউদ্দীনের ছেলে মাতিনের সাথে ১৭ বছর আগে বিয়ে হয় তার মেয়ে ফাতেমা খাতুনের। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। পারিবারিক কলহে একমাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে ফাতেমা বাবার বাড়ি ছনকা তালসারি গ্রামে চলে আসে।
এরপর থেকে ফাতেমাকে আবারো বিয়ে করে বাড়িতে নিতে চাঁপ দেয় মাতিন। কিন্তু ফাতেমার মা পুনরায় বিয়ে দিতে নারাজ। এনিয়ে দু’পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে মাতিন তাদের বাড়িতে আসে।
গভীর রাতে সুযোগ বুঝে সে ফাতেমার নাভির নিচে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। তাকে ঠেকাতে এলে মাতিন তার শাশুড়ি মোমেনাকে ছুরিকাঘাত করে। পরে মোমেনা মারা যান। অপরদিকে ফাতেমাকে আহত অবস্থায় বুশরা হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ওসি দেলোয়ার হুসেন জানান, মোমেনার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। এ ঘটনায় মোমেনার জামাতা মাতিনকে সদরের মৃগিডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়েছে।
ঘটনায় নিহত মোমেনা খাতুনের ছেলে বাদি হয়ে ফিরোজ হোসেন থানায় মামলা দায়ের করেছেন।তিনি আরো জানান,ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।