জেলায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু:টিকা নিতে সদর হাসপাতালে মানুষের দুর্ভোগ
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ৪৮৭জনের শরীরে নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ১৮ দশমিক ৮৯শতাংশ।এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭ শ ৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪শত ১৯জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ১ হাজার ২শ ৫ জন।এখনো পর্যন্ত জেলায় মোট নমুনা পরিক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯ শ ২৪ জনের।
এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ২৬৪ জন এদের মধ্যে ১৯ জনের করোনা পজেটিভ। আর বাকিরা তাদের নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছে।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪শ ৪৬ জন।
গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত ১ জন মারা গেছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু বরণ করেছে ৮০ জন।
এদিকে সাতক্ষীরায় করোনা টিকা দেওয়া হচ্ছে।সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে করোনা টিকা নেওয়ার জন্য অনেক মানুষের সমাগম দেখা গেছে।তারা মানছেনা সামাজিক দুরত্ব বা স্বাস্থ্যবিধি।মানুষের চাপ ঠেকানোর জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
টিকা নিতে আসা আব্দুর সবুর জানান,রেজিষ্ট্রেশন করে সকাল থেকে দাড়িয়ে আছি কখন টিকা দিতে পারবো জানিনা। সাতক্ষীরায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.জয়ন্ত সরকার বলেন,এখনো পর্যন্ত ৬ হাজার ৮ শ ৭৩ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।এখনো ৩৫ হাজার ১ শ ৬৭ টি করোনা টিকার ডোস অবশিষ্ট আছে।