অবশেষে বিচার পেল ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর সালাম
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কাশিপুর গ্রামের ৩ শতাধিক কুলগাছ কাটার ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা রজু হয়ছে বলে জানা গেছে। মামলা নং-৫ (তারিখ-১৩-৭-২০২১। মঙ্গলবার(১৩জুলাই) তদন্ত শেষে বিষয়টি আমলে নিয়ে রাতে মামলা রের্কড করেন থানা পুলিশ। এই মামলায় বড় কাশিপুর গ্রামের মৃত শেখ আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানকে(৫০) আসামী করে ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর ছালাম বাদী হয়ে মামলাটি দ্বায়ের করে বলে জানা গেছে।
পাটকেলঘাটা থানা পরিদর্শক (ওসি) ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত জানান, কুলগাছকাটার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গতঃ গত রবিবার বেলা ১১.৩০ টার দিকে কাশিপুর গ্রামের পূর্বশত্রুতার জেরে আব্দুর সালাম নামে এক কৃষকের বাগানের তিনশতাধিক কুলগাছ কেটে দেয় এক দূর্বিত্ত। ঘটনার পর রবিবার দুপুরে পাটকেলঘাটা থানায় অভিযোগ করে ঐ কৃষক। এরপর প্রভাবশালী মহলের তৎপরতার কারনে অভিযোগের বিষয়টি নিয়ে গড়িমিস করতে থাকে থানা পুলিশ। সবশেষে গনমাধ্যম কর্মীদের চাপে ও পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরে লড়েচড়ে বসে প্রশাসন।
Please follow and like us: