রাজস্থানে বজ্রপাতে ২০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের রাজস্থানের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
সংবাদমাধ্যম এবিপি নিউজের খবরে জানা গেছে, রাজস্থানের রাজধানী জয়পুরের কাছাকাছি অবস্থিত দ্বাদশ শতাব্দীর আমির প্রাসাদের কাছে বজ্রপাতের ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওই প্রাসাদের কাছে বৃষ্টির সময় একটি ওয়াচ টাওয়ারে উঠে ডজনখানেক মানুষ সেলফি তুলছিলেন। সে সময় হঠাৎ করেই বজ্রপাত আঘাত হানে। এতে আতঙ্কে ওয়াচ টাওয়ার থেকে লাফিয়ে পড়ার কারণে ১৩ জনের মৃত্যু হয়েছে ও বেশ কয়েকজন আহত হয়েছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। তিনি মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেছেন।
এদিকে আমির প্রাসাদ ছাড়াও রোববার রাজস্থানের আরো কয়েকটি স্থানে বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বারান এবং জালাওয়ারে একজন করে, কোটায় চারজন এবং ধলপুর জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজনই শিশু।