কলারোয়ায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে আর্থিক দন্ড

কামরুল হাসানঃ
করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অপরাধে কয়েকজনকে আর্থিক দন্ড প্রদান করা হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে পৌর সদর, কয়লা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে বিজ্ঞ আদালতে ৪ টি মামলায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের কার্যক্রমে সহায়তা করেন থানার এসআই ইসমাইল হোসেনসহ সেনাবাহিনী, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ।
এছাড়া, কোভিড-১৯’ এর বিস্তার রোধকল্পে সরকারি নির্দেশিত বিধি-নিষেধ বাস্তবায়নে বিভিন্ন এলাকা পরিদর্শন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী সকলকে মাস্ক পরিধান ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান। তিনি আরও বলেন, আর্থিক জরিমানা করায় আমাদের লক্ষ্য নয়, আপনাদের সুরক্ষিত রাখতেই- আমাদের এই  ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)