আশাশুনিতে মোবাইল কোর্টে ১০০০ টাকা জরিমানা
জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূ‚মি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করা ও কঠোর লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে এ জরিমানা করেন।
মোবাইল কোর্টে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ আইনের ২৪ ধারায় বুধহাটা এলাকা হতে কলারোয়ার শেখ শরিফুল ইসলাম মোঃ হাসানকে ৫০০ টাকা এবং গোয়ালডাঙ্গা বাজারের আলা উদ্দিন সু স্টোর মালিককে ৫০০ টাকা, সর্বমোট ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিভিন্ন সড়ক ও বাজারে টহল ও
অভিযান পরিচালনা করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।