আবারো শুরু হচ্ছে গণটিকার নিবন্ধন কার্যক্রম
নিউজ ডেস্ক:
দেশে আবারো করোনাভাইরাসের গণটিকা নিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে সোমবার স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে।
দেশে ৭ ফেব্রুয়ারি থেকে কোভিশিল্ডের টিকা দিয়ে গণটিকা দান কর্মসূচি শুরু হয়। টিকার সংকট দেখা দেয়ায় ২ মের পর থেকে টিকার জন্য নিবন্ধন বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদফতর। বর্তমানে দেশে ফাইজার, মর্ডানা ও সিনোফার্মের কয়েক লাখ ডোজ টিকা মজুদ আছে। তাই আবারো চালু হচ্ছে গণটিকা নিবন্ধন কার্যক্রম।
এদিকে গতকাল রোববার অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, করোনা প্রতিরোধী টিকা প্রাপ্তির জন্য নিবন্ধন কার্যক্রম আবার শুরু হয়েছে। তবে এখন কেবলমাত্র তিন ক্যাটাগরিতে নিবন্ধন করা যাচ্ছে। নিবন্ধন করতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন শুধু সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা-শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।