বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দিনক্ষণ ‘প্রায়’ চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক:
আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। দুই দলের লড়াইয়ের এক মাস বাকি থাকলেও এরই মধ্যে সিরিজের দিনক্ষণ ‘প্রায়’ চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ সফরের ক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছিল। এসবের একটি ছিল, সিরিজের সব ম্যাচের ভেন্যু হবে একই। ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই অনুরোধ রেখেছে বিসিবি। সিরিজের প্রতিটি ম্যাচই ‘হোম অব ক্রিকেট’ তথা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এছাড়া ২ আগস্ট শুরু হওয়া সিরিজ শেষ হবে ৮ আগস্টের মধ্যেই। অর্থাৎ, দল দুটি টানা খেলার মধ্যে ব্যস্ত থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এ বিষয়ে আকরাম খান বলেন, ‘আগস্টের ২ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে খেলা হবে। পাঁচটি টি-২০ ম্যাচের একটাই ভেন্যু- মিরপুর।’
বিসিবিকে আরো কিছু শর্ত দিয়েছিল সিএ। এর মধ্যে একটি শর্ত পূরণে বেশ গলদঘর্ম হওয়ার জোগাড় বিসিবির। শর্তটি হল, অজিরা যে হোটেলে থাকবে সেখানে আর কোনো অতিথি বা গ্রাহক থাকবে না। অর্থাৎ, করোনা পরিস্থিতি বিবেচনায় পুরো হোটেলই শুধু তাদের জন্য বুক করার শর্ত দিয়েছে অস্ট্রেলিয়া।
এই বিষয়ও চূড়ান্ত হওয়ার পথে বলে জানান আকরাম। তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত সবকিছু চূড়ান্ত। ওরা যা যা চাচ্ছে আমরা সেটাই করার চেষ্টা করছি। সবকিছুই প্রায় চূড়ান্ত, ৯০-৯৫ ভাগ হয়ে গেছে। ইনশাআল্লাহ ধরে নিতে পারি, ভবিষ্যতে খারাপ কিছু না হলে ওরা আসবে।’