দেবহাটায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান পুলিশের
দেবহাটা প্রতিনিধি:
মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউন দেবহাটাতেও সুষ্ঠভাবে বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সীমান্ত জেলা সাতক্ষীরায় মহামারী করোনার ভয়াবহ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে সকাল-সন্ধ্যা কাজ করছে দেবহাটা থানা পুলিশের সদস্যরা। বৃহষ্পতিবার চলমান পূর্বের লকডাউনের সাথে নতুন করে দেশব্যাপী ঘোষিত কঠোর লকডাউন যুক্ত হওয়ায় উপজেলাব্যাপী পুলিশের কঠোর অবস্থান ছিল চোখে পড়ার মতো। গাজীরহাট, সখিপুর মোড়, পারুলিয়া বাসস্ট্যান্ড, কুলিয়াসহ বিভিন্ন এলাকায় ছিল পুলিশের একাধিক চেকপোস্ট। বিনা প্রয়োজনে সড়কে বের হওয়া অযাচিত যানবহন ও মানুষদের ঘরে ফেরাতে হিমসিম খেতে হয়েছে পুলিশকে। অবস্থা ভেদে কোথাও সচেতনতা সৃষ্টি আবার কোথাও কঠোরভাবে আইন প্রয়োগ করতেও দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
দেবহাটা থানার ওসি বিপ্লব সাহা বলেন, অপ্রয়োজনীয় যানবহনের যাতায়াত এবং লকডাউন উপেক্ষা করে বাইরে বের হওয়া মানুষদের ঘরে ফেরাতে পুলিশ সদস্যরা দিনভর অক্লান্ত পরিশ্রম করছেন। যারা আরোপিত বিধি-নিষেধ লংঘন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। সেজন্য অপ্রয়োজনে বাইরে বের হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অপদস্ত না হয়ে বরং মহামারীর সংকটময় পরিস্থিতি মোকাবেলায় সকলকে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে বাড়ীতে অবস্থানের জন্যও আহ্বান জানান ওসি।