খুলনায় পশুর হাট বন্ধ-ঈদে স্বাস্হ্য বিধি মেনে খোলার দাবি
আব্দুর রশিদ বাচ্চু:
খুলনার ঐতিয্যবাহি সকল পশুহাট বন্ধে বিপাকে পড়েছে ইজারাদারসহ হাজার হাজার ব্যাপারী। কর্মহীন হয়ে পড়া ব্যাপারীরা চায় স্বাস্হ্য বিধি মেনে সকল পষু চালু করার দাবী জানিয়েছেন ।
ডুমুরিয়া সকল গরু ছাগল হাটের ইজারাদার গরু ব্যবসায়ীদের করুণ দূর্দশায় দিনযাপন করছেন। করোনা ভাইরাসের প্রভাবে খুলনা সকল হাট নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ঈদকে সামনে রেখে সকল পশুরহাটের বেপারী ইজারাদার সহ হাজার হাজার ব্যাপারী, গাড়ির ড্রাইভার, হট মালিক কর্তৃপক্ষূের মাঝে কুরবানীর ঈদে গরু ছাগল বিক্রয় নিয়ে শংশয় দেখা দিয়েছে।
গত (১৩ জুন) রবিবার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সকল হাট ইজারাদারদের নিয়ে জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত ছিলেন আঠারমাইল হাট ইজারাদার মোঃ রফিকুল ইসলাম হেলাল, চুকনগর হাট ইজারাদার মোঃ মোস্তফা সরদার, খর্ণিয়া হাট ইজারাদার মোঃ শওকত হোসেন, শাহপুর হাট ইজারাদার আব্দুস সালাম প্রমুখ উপস্হিত ছিলেন। ওই সভায় সিদ্ধান্ত হয় করোনার প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে ডুমুরিয়ার সকল হাট এবং ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সকল হাট বন্ধের নির্দেশনা প্রদান করা হয় ।
ডুমুরিয়া নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ বলেন করেনা পরিস্হিতি স্বাবিক না হওয়া পর্যন্ত সকল হাটে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।
Please follow and like us: