বাইডেনের নির্দেশে ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলা: নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক :
জো বাইডেন প্রশাসনের নির্দেশে সিরিয়া-ইরাক সীমান্তে মার্কিন সেনা বিমান হামলা হয়েছে। এ হামলার অন্তত ৫ জন নিহত হয়েছ। পেন্টাগন বিবৃতি দিয়ে হামলার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
জো বাইডেন ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার ইরাক-সিরিয়া সীমান্তে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। এর আগে, ক্ষমতাগ্রহণের মাত্র এক মাসের মাথায় গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি।
পেন্টাগন জানিয়েছে, সোমবার ভোরে সিরিয়ার দুইটি জঙ্গি ঘাঁটি এবং ইরাকের একটি ঘাঁটিতে আক্রমণ চালানো হয়। ওই জায়গাগুলোতে জঙ্গিদের অস্ত্র ভান্ডার ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের মদতপুষ্ট কাতায়েব হেজবোল্লাহ জঙ্গিদের ঘাঁটি ছিল সিরিয়া সীমান্তে। টার্গেট নির্দিষ্ট করেই সেখানে আক্রমণ চলানো হয়েছে। এর আগে ইরাকে মার্কিন ঘাঁটিতে ওই জঙ্গিরা একাধিক আক্রমণ চালায় বলে পেন্টাগনের দাবি।
তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, যুক্তরাষ্ট্রের এই বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।