দেবহাটা প্রেসক্লাব সম্পাদকের পিতার মৃত্যু: বিভিন্ন সংগঠনের শোক
Post Views:
৭৫৬
দেবহাটা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের পিতা মিজানুর রহমান মিনু (৫৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। শনিবার দুপুর ১টায় উপজেলার সখিপুরস্থ নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও ব্রেইন স্ট্রোক জনিত প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। ব্যাক্তিগত জীবনে তিনি জেলার অন্যতম স্বনামধন্য ভিডিওগ্রাফার ছিলেন। তার মৃত্যুতে দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরসহ সাতক্ষীরার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, কন্যা ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।