তায়কোয়ানডো দলের প্রশিক্ষক আল ইমরানের নেত্রিত্তে এগিয়ে চলেছে সাতক্ষীরা জেলা দল স্বর্ন, রৌপ্য ও তাম্য পদক অর্জন
রাহাত রাজা :
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো দলের প্রধান প্রশিক্ষক আল ইমরানের প্রশিক্ষণের মাধ্যমে সাফল্য অর্জন করে আসছে জেলা তায়কোয়ানডো দলের খেলোয়াড়েরা।
আল ইমরানের তৈরি দল জাতীয় প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক অর্জন করে ক্রীড়া অঙ্গনে সাতক্ষীরা জেলার সুনাম বৃদ্ধি করেছে।
২০১৮ সালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর আয়োজনে ১ম বাংলাদেশ যুব গেমসে সাতক্ষীরা থেকে খুলনা বিভাগীয় দলের তায়কোয়ানডো প্রশিক্ষক হিসেবে সুনাম অর্জন করে আলোচনায় আসেন তিনি।
বাংলাদেশ যুব গেমসে খুলনা বিভাগের হয়ে পুমছে ২ জনের ক্যাটাগরিতে স্বর্ন পদক ও ফাইটে স্বর্ন পদক জয়লাভ করেন তার দল। বিভাগীয় দলের হয়ে স্বর্ন পদক প্রাপ্ত খেলোয়াড় সকলে সাতক্ষীরার কৃতি সন্তান।
জাতীয় তায়কোয়ানডো বিভিন্ন প্রতিযোগিতায় জেলাদলের স্বর্ন, রৌপ্য ও তাম্য পদক পাওয়ার সাফল্য ও রয়েছে। বিশেষ করে জেলা থেকে বিকেএসপি তে ট্যালেন্ট হান্ট এ সুযোগ সহ জেলা দলের ২য় বিকেএসপি কাপে ৩টি তাম্য ও বিকেএসপি তৃনমূল কাপে ৩ টি তাম্য পদক জয় লাভ করেন খেলোয়াড়রা। জেলা তায়কোয়ানডো দলের প্রশিক্ষক আল ইমরান বিকেএসপিতে ২১ দিন ব্যাপি কোচেচ কোর্সে সারাদেশের ১০ জন প্রশিক্ষকদের মধ্য ২য় স্থান অর্জন করেন।
সর্বশেষ মুজিব বর্ষ উৎযাপন উপলক্ষে অনুষ্ঠিত শেখ মুজিবুর রহমান জাতীয় অনলাইন মোদোকোয়ান তায়কোয়ানডো প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা দলের স্বর্ন ও রৌপ্য পদক জয়ের মধ্যদিয়ে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে।
সাতক্ষীরা জেলা তায়কোয়ানডো দলের সাফল্যে ইতিপূর্বে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি জেলা প্রশাসক জনাব,আবুল কাসেম মহিউদ্দিন মহোদয় জেলায় তায়কোয়ানডো অফিসের জন্য জায়গার সুপারিস করেন এবং পরবর্তী জেলা প্রশাসক জনাব, ইখতেখার হোসেন মহোদয় অফিস নির্মান ও সংস্কারে বরাদ্দ প্রদান করেন, পরর্বতীতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রধান অতিথি থেকে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারিতে তায়কোয়ানডো অফিসের শুভ উদ্বোধন করেন। জেলা তায়কোয়ানডো দলের এগিয়ে যেতে জেলা ক্রীড়া সংস্থা সার্বিক সহযোগীতা করছেন।
জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো প্রশিক্ষক আল ইমরান ইতিমধ্যে বাংলাদেশ মোদোকোয়ান তায়কোয়ানডো জাতীয় রেফারি প্যানেলে সুযোগ পেয়েছেন। জেলা তায়কোয়ানডো দলের সাফল্য কে ধরে রাখতে তিনি খেলোয়াড়দের নিয়ে কাজ করে যাচ্ছেন। আল ইমরান বলেন জেলায় তায়কোয়ানডো দলকে সামনে এগিয়ে নিতে আমি কাজ করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে করোনা মহামারি এ দুঃসময়ে ঘরে থেকে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনলাইন মোদোকোয়ান জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় আমার ছেলেরা ভাল করেছে। আমি চাই সাতক্ষীরা থেকে সুধু জাতীয় পর্যায়ে নয় দেশের বাইরে থেকে বাংলাদেশের হয়ে সাতক্ষীরার ছেলেরা প্রতিনিধিত্ব করুক, সুনাম বয়ে নিয়ে আসুক। আমি সেই লক্ষ্যে কাজ করছি ও সকলের সহযোগিতা কামনা করছি। আমি সকলের কাছে আমি ও আমার দলের জন্য দোয়া চাইছি।
আল ইমরান আরও বলেন বঙ্গবন্ধু জাতীয় প্রতিযোগিতায় পদক জয়ী ২জন খেলোয়াড় করোনায় ভার্চুয়ালি ইন্টারন্যাশনাল তায়কোয়ানডো প্রতিযোগিতায় সাতক্ষীরা থেকে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন।