সাতক্ষীরার আশাশুনিতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে নয়ন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আশাশুনি সদরের কোদন্ডা গ্রামের আমতলা মোড়ে আশাশুনি-ঘোলা সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। শিশু নয়ন কোদন্ডা গ্রামের হোসেন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রীউলা ইউনিয়নের ঘোলা থেকে ছেড়ে আসা একটি যাত্রিবাহী ইজিবাইক আশাশুনি সদরের দিকে যাওয়ার সময় পথিমধ্যে কোদন্ডা গ্রামের আমতলা মোড়ের ত্রিমুখী রাস্তায় একটি ইট বোঝাই ট্রলিকে সাইড দিতে গিয়ে ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা শিশু নয়নের গায়ের উপর উপর তুলে দেয়। ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা শিশুটিকে আশাশুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবীর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ইজিবাইক চালক শ্রীউলা গ্রামের বাবর আলী গাজীর ছেলে চালক বিল্লাল গাজীকে ইজিবাইকসহ আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।