সাতক্ষীরায় একদিনে করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু:৩য় দফার লকডাউনের শেষ দিন আজ
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় তৃতীয় দফার সাত দিনের লকডাউনের আজ শেষ দিন।শেষ দিনে করোনা সংক্রমণের হার একটু কমেছে।তবে বাড়ছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ১৮১ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ৩৭ শতাংশ।এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ১শ ১৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১ শ ৮২ জন।বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ৮ শ ৭২জন।
এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ২৬০ জন এদের মধ্যে ২৮ জনের করোনা পজেটিভ। ৮ জন আইসিইউ তে আছে। সাতক্ষীরার বেসরকারি হাসপাতাল সমূহে ভর্তি ১১৪ জনের মধ্যে ৩০ জন পজেটিভ।আর বাকিরা তাদের নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছে।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২শ ৯৭ জন।
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা জেলায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি । জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্য বরণ করেছে ৬৩ জন।
জেলা প্রশাসনের তৃতীয় দফা ঘোষিত লকডাউনের ৭ম দিন চলছে।তবে লকডাউন চলছে ঢিলেঢালা ভাবে।তবে মাঝেমাঝে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জেলাপ্রশাসন থেকে বিভিন্ন স্থানে লকডাউনে সচেতনতা মূলক প্রচার ও জরিমানা করলেও মানুষের মধ্যে কোন সচেতনতা নেই।
জেলা প্রশাসনের তৃতীয় দফা ঘোষিত লকডাউনের আজ শেষ দিন।দুই দিনে সংক্রমনের হার একটু কমলেও গড় আক্রান্তের হার এখনো বেশি।তাই লকডাউন হয়তো আরো বাড়ানো হতে পারে। আজ বিকালে জুম মিটিং এর মাধ্যমে লকডাউন বাড়ানো হবে কিনা সেটার উপরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন হুসাইন শাফায়াত।