সাতক্ষীরার কালিগঞ্জে করোনা রোগীর সেবায় ফ্রি অক্সিজেন সার্ভিস উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি :
কালিগঞ্জে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে ’কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (২২জুন) বিকাল ৫টায় কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস এর অস্থায়ী কার্যালয়ে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি সাঈদ মেহেদী। বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু্ ও ফ্রি অক্সিজেন সার্ভিস এর সমন্বয়কারী মোঃ ইশারাত আলী।
কালিগঞ্জ ফ্রি অক্সিজেন সার্ভিস ইতিমধ্যে করোনা আক্রান্ত এবং করোনা উপসর্গ নিয়ে অসহায়ত্ব রোগীর প্রাথমিক অক্সিজেন সেবার ব্রত নিয়ে ১০টি অক্সিজেন সিলেন্ডার ও পৃথক তিনটি নেব্যুলাইজার, অক্সিমিটার ২টি, ২০ হাজার মাক্স মজুত রেখেছে। এর পাশাপাশি কালিগঞ্জ উপজেলার প্রত্যান্ত অঞ্চলে করোনা আক্রান্ত রোগীর সেবায় ২৪ ঘন্টা ২০ জন স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছে। এছাড়া করোনা রোগীদের জন্য ২৪ ঘন্টা সুবিধা পেতে একটি হট লাইন ০১৯৭২৬৫১৮৪০ নম্বর সচল রাখা হয়েছে।
Please follow and like us: