ডিসেম্বরের মধ্যে আসছে ১০ কোটি ডোজ টিকা
নিউজ ডেস্ক:
এ বছরের মধ্যে বিভিন্ন সূত্র থেকে ১০ কোটি ডোজ করোনার টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বুধবার ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যমকে সেব্রিনা ফ্লোরা আরো জানান, স্থানীয়ভাবে টিকা উৎপাদনের বিষয়টিও সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জনসন অ্যান্ড জনসনের ৭ কোটি ডোজ টিকা কেনার চেষ্টা করছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভি পরিচালিত কোভ্যাক্স সুবিধার আওতায় এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় এই টিকা কেনা হবে। যুক্তরাষ্ট্র বিশ্বের দরিদ্র দেশগুলোকে পাঁচ কোটি ডোজ টিকা সরবরাহ করবে। বাংলাদেশও এই তালিকায় রয়েছে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন টিকা প্রাপ্তি নিয়ে মোটেও আশাবাদী নন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বড় বড় পণ্ডিতরা টিকার বিষয়ে কত কী বলছে। আদৌতে তারা মুলা দেখাচ্ছে। এ নিয়ে শুধু গল্পই শুনছি। দেয়ার কোনো আগ্রহ দেখছি না।