গুনাকরকাটি খানকা মসজিদে লকার ভেঙ্গে চুরি
জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী তথা দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া দরবার শরীফ এর হযরত শাহ আব্দুল আজীজ খুলনবী (রহঃ) জামে মসজিদ থেকে দানবক্স (লকার) ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২১ জুন) দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা
হচ্ছে।
মসজিদের মুয়াজ্জিন মাওলানা আনারুল ইসলাম জানান, মঙ্গলবার (২২ জুন) সকাল ৭.২০ টার দিকে তিনি মসজিদে ছেলে-মেয়ে পড়িয়ে বের হওয়ার সময় দানবক্স (লকার) এর লক ভাঙা
দেখতে পান। বিষয়টি নাইট গার্ডসহ স্থানীয়দের
জানানো হলে দরজা খুলে অল্প কিছু খুচরা টাকা-পয়সা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
নাইট গার্ড আব্দুস সামাদ জানান, তিনি প্রতিদিন
রাতে মসজিদে ডিউটি করেন। সোমবার দিবাগত রাতেও যথারীতি ডিউটি করেন। কিন্তু তিনি চুরি হতে দেখতে পাননি। তিনি কখনো মসজিদ ও মাজার শরীফের দান বাক্সে হাত দেননি।
কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন
চৌধুরী জানান, দরবার শরীফ মসজিদে চুরির ঘটনা শুনেই আমি ঘটনাস্থলে গিয়ে লকার ভাঙা দেখতে পাই। মসজিদের খাদেম সাহেবের কাছে শুনেছি, লকারটি টাকায় ভরে ছিল। টাকা বাহির থেকে দেখা যেত। তার ধারণা ২/৩ লক্ষ টাকা লকারে ছিল। দরবার শরীফের বর্তমান হুজুর মোবারক দেশের
বাইরে আছেন। সেহেতু পীরজাদাবৃন্দ ও আজিজীয়া
ফাউন্ডেশন এর কর্মকর্তাবৃন্দসহ মুরব্বীরা যে নির্দেশনা দেন আমি সে অনুয়ায়ী আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে চোরকে শনাক্ত করার চেষ্টা করবো। সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাইলে মোবাইল ফোনে পীর সাহেব হুজুরের আওলাদ আবু তাহের জানান, বিষয়টি নিয়ে আমরা আওলাদবৃন্দ বৈঠকে বসবো। বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।