শ্যামনগরে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন সদর চেয়ারম্যান জহুরুল হায়দার
Post Views:
৪৬৩
আশিকুজ্জামান লিমনঃ
আজ ২২ জুন মঙ্গলবার সকাল ১০ টার সময় শ্যামনগর সদর ইউনিয়নের ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী ও স্কুলের প্রয়োজনীয় উপকরন বিতরন করেন বিশিষ্ট ক্রিড়া প্রেমি ও শিক্ষানুরাগী চেয়ারম্যান এ্যাড. এস এম জহুরুল হায়দার (বাবু)।
যুব শিক্ষার্থীদের মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখতে ও শিক্ষার্থীদের বিনোদন মূখী করতে এমন ব্যতিক্রমি উদ্যোগ গ্রহন করেন তিনি। ইউনিয়ন পরিষদের কল্যাণ তহবিলের অর্থায়নে সদর ইউনিয়নের ১৬ টি প্রাইমারী স্কুল ও ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রিড়া সামগ্রী হিসেবে ক্রিকেট বল,ব্যাট,ভলিবল,নেট,ফুটবল বিতরন করা করা হয়। ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বসার জন্য প্রয়োজনীয় বেঞ্চ প্রদানসহ মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন গরীব শিক্ষার্থীকে ৪ টি বাইসাইকেল প্রদান করেন চেয়ারম্যান এ্যাড. এস এম জহুরুল হায়দার (বাবু)। করোনা ভাইরাস ও চলমান লকডাউনের জন্য সামাজিক দূরুত্ব বজায় রেখে সংক্ষিপ্ত সময়ে এসব ক্রিড়া সামগ্রী ও শিক্ষা উপকরন গ্রহন করেন ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। ক্রিড়া সামগ্রী বিতরণের সময় উপস্থিত থেকে সহযোগীতা করেন সদর ইউপি সচিব মো: আমিনুর ইসলাম। ক্রিড়া সামগ্রী বিতরনের সময় চেয়ারম্যান এ্যাড এস এম জহুরুল হায়দার বলেন-”যুবরাই আগামীদিনের সোনালী ভবিষ্যৎ, যুবদের মাদক সেবন থেকে রক্ষা করতে এবং শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি বিনোদনমূখী করতে আমি সবসময় যুবদের পাশে আছি ছিলাম এবং থাকবো”।