কালিগঞ্জে বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু
রঘুনাথ খাঁ:
ভিজা কাপড় মেলতে যেয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যুর পথযাত্রী মাকে বাঁচাতে সহমরণ হয়েছে ছেলের। এ সময় আহত হয়েছে আরো দু’ সহদরের। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের সামছুর রহমান সরদারের স্ত্রী মরিয়ম বেগম (৬২) ও তার ছেলে রোকন সরদার (৩৭)। আহত দু’ সহোদর হলেন নিহত রোকন সরদারের ছেলে কামাল সরদার ও আফছার সরদার।
মৃত রোকন সরদারের ছেলে বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র নয়ন সরদার জানান, জামাই ষ্ষ্ঠী উপলক্ষে ফল খাওয়ানোর জন্য তার তিন ফুফু আজমিরা, রাশিদা ও জান্নাতুল, তিন ফুফা ও তাদের সন্তানদের দাওয়াত দেওয়া হয়। সোমবার দুপুরে তাদের খাওয়ানো শেষে দাদী মরিয়ম বেগম গোসল করে উঠানের পাশে টাঙানো দড়িতে ভিজা কাপড় মেলতে যান। অসাবধানবশতঃ ওই দড়ির পাশে লিকেজ হওয়া আর্থিং এর তারে ভিজা কাপড় পড়ার সঙ্গে সঙ্গে তারের সঙ্গে জড়িযে যান দাদী। বিপদ বুঝে তার আব্বা রোকন সরদার দাদীকে বাঁচাতে গেলে তিনিও তারে জড়িয়ে পড়েন। এ সময় অন্য দু’ চাচা কামাল ও আফছার আবাবা ও দাদীকে বাঁচাতে গেলে তারা মারাত্মক জখম হলেও মারা যান দাদী ও আব্বা।
বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র সরকার ও স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, আকষ্কিক এ ধরণের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত কামাল ও আফছারকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান, তিনি ছুটিতে থাকলেও ঘটনা শুনছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।