সাতক্ষীরায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
মানবতার স্পর্শে দূর হোক অন্ধাকর’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের পরিচিতি পর্ব আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।
২০ জুন (রবিবার) বিকাল ৪টায় সেভ দ্য ফিউচার ফাউন্ডশনের অস্থায়ী কার্যালয় সদর উপজেলার সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ইমরান হোসাইন ও ভার্চুয়ালে শুভেচ্ছা বক্তব্য রাখেন খুলনা বিভাগের সহকারী তত্ত্বাবধায়ক ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রিন্স।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ আফজাল হোসেন (শাওন) ও গাজী আসাদ,সাংগঠনিক সম্পাদক রিজাউল করিম, অর্থ সম্পাদক রতন রায়, অফিস সম্পাদক ইয়াকুব আলী বাবু, শিক্ষা সম্পাদক আব্দুর রহমান, আলো সম্পাদক মনোয়ার হোসেন রুমি, স্বাস্থ্য সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আলী মোক্তাদা হৃদয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সোহান হোসেন, পরিবেশ সম্পাদক হযরত আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ রানা (রাজু) এবং নির্বাহী সদস্য রাহাত রাজা, ইব্রাহিম খলিল, কর্ণ বিশ^াস কেডি প্রমুখ।
পরে শহরের নবারুণ স্কুল মোড় ও সদর উপজেলা পরিষদের সামনে পথচারীদের মাঝে মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন সহ সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ।