করোনা মোকাবেলায় ঢাকা থেকে সাতক্ষীরায় গিয়ে বৃষ্টির মাঝে সচেতনতায় নামলেন এমপি রুহুল হক
তরিকুল ইসলাম লাভলুঃ
সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনা সংক্রামণ বেড়ে যাওয়ায় নিজ জেলার মানুষকে করোন মোকাবেলায় সচেতনতা করতে ও লকডাউন নিশ্চিত করতে শুক্রবার ঢাকা থেকে সাতক্ষীরায় গিয়ে প্রবল বৃষ্টির মাঝে হ্যান্ড মাইক নিয়ে সচেতনতা বিষয়ক বার্তা ছড়িয়ে দিচ্ছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক।
এসময় তিনি হ্যান্ড মাইকের মাধ্যমে সকলকে মাস্ক পরিধান ও বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার আহবান জানান।
এছাড়াও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলার অন্তর্ভূক্ত ৭টি উপজেলা,
২টি পৌরসভা ও ৭৮টি ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকদের অবগতির জন্য
জানিয়েছেন, কোভিড-১৯ সাতক্ষীরা জেলায় মারাত্মক আকার ধারণ করায় জেলা
প্রশাসনকে সহযোগিতার জন্য জেলাব্যাপি ইউনিয়ন, উপজেলা, পৌরসভা এবং
জেলায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোভিড-১৯ কমিটি গঠন করার জন্য
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী
অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি’র পরামর্শ মোতাবেক গঠন করার জন্য জেলা
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক মো: নজরুল
ইসলাম আহ্বান জানান।