দেশের বাজারে কমছে সোনার দাম
নিউজ ডেস্কঃ
দুই দফা দামবৃদ্ধির পর এবার দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে সোনার দাম কমানোর ঘোষণা দিতে পারে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সূত্রে জানা গেছে, বিশ্ববাজারের ওপর সোনার দাম নির্ভর করে। বিশ্ববাজারে দাম বাড়লে দেশের বাজারে বাড়ে। ঠিক তেমনি বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও তা কমে।
এদিকে বাংলাদেশে সর্বশেষ সোনার দাম সমন্বয় করার পর বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ১০০ ডলারের ওপরে কমে গেছে। ফলে স্বাভাবিকভাবেই দেশের বাজারে সোনার দাম কমানো হবে।
সূত্রে আরো জানা গেছে, বিশ্ববাজারে সোনার দাম যে হারে বেড়েছে, তাতে বাজুস চাইলে প্রতি ভরির দাম চার হাজার টাকা পর্যন্ত কমাতে পারে। তবে সোনার দাম কী পরিমাণে কমানো হবে, সে সিদ্ধান্ত নেবে কার্যনির্বাহী কমিটি। এক্ষেত্রে কমিটি সোমবার বিশ্ববাজারের চিত্র দেখে সোনার দাম কমানোর ঘোষণা দেয়া হবে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, এপ্রিল ও মে মাসের প্রায় পুরোটা সময়জুড়ে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ধারায় ছিল। বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে যাওয়ায় মে মাসে দেশের বাজারে দু’দফায় ভরিতে সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাজুস। সর্বশেষ গত ২৩ মে থেকে সোনার নতুন দাম কার্যকর হয়েছে।
বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৩৩৩ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ৫৮৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ৬২ টাকায় বিক্রি হচ্ছে।