আশাশুনি কুল্যায় গাছ পড়ে বিদ্যুৎ লাইনে প্রাণ ঘাতের শঙ্কা
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার কুল্যায় যে কোন মুহুর্তে বিদ্যুতের তার পড়ে প্রাণ ঘাতের শঙ্কা বিরাজ করছে। বিদ্যুৎ বিভাগের কোন তৎপরতা না থাকায় এলাকার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
কুল্যা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি স ম এবাদুল হকের বাড়ির পুকুরের উপর দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির হাই ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন তারের লাইন চলে গেছে। এ লাইনের উপর হেলে আছে একটি বৃহৎ আকৃতির জাম গাছ। বৃষ্টি ও পুকুরের পানিতে গাছের গোড়ার মাটি ধসে পড়েছে পুকুরে। প্রতিদিন বহু মানুষ গোসল করে থাকে এ পুকুরে। ঝড়বৃষ্টি কিংবা গাছের গোড়ার মাটি বৃষ্টিতে নরম হয়ে হেলে থাকা গাছটি যদি পড়ে যায়, তাহলে ঘটতে পারে প্রাণহানির ঘটনা। স্থানীয়রা জানান, বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হলেও কোন উদ্যোগ নেওয়া হয়নি। এব্যাপারে পল্লী বিদ্যুতের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।