সাতক্ষীরা জেলায় নতুন করে আক্রান্ত ৮৫ জন:চলছে ৩য় দফার লকডাউনের প্রথম দিন
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে।আর করোনার এই ভয়াবহতা ঠেকাতে বৃহস্পতিবার (১৭ জুন) জেলা করোনা প্রতিরোধ কমিটির জুম মিটিংয়ে জেলায় লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩য় দফার লকডাউন আজ থেকে শুরু করে আগামী ২৪ তারিখ মধ্যরাত পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। লকডাউন কার্যকরি করতে ওয়ার্ড পর্যায়ের কমিটিকেও সক্রিয় করা হয়েছে। এছাড়া লকডাউন বাস্তবায়নে জোর তদারকি করা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা ১৮০জনের শরীরে নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ৪৫ শতাংশ।এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৬শ জন।
বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ৮শ ৫৯ জন। এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১৮৫ জন এদের মধ্যে ২১জনের করোনা পজেটিভ। ৩ জন আইসিইউ তে আছে,সদর হাসপাতালে ভর্তি আছে ১৫ জনের মধ্যে ৫ জন পজেটিভ। সাতক্ষীরার বেসরকারি (বুশরা,চায়না বাংলা,ও ইসলামী হাসপাতাল সহ মোট পাঁচটি ) হাসপাতালে ভর্তি আছে ১৩০ জনের মধ্যে ১৩ জন পজেটিভ।আর বাকিরা তাদের নিজস্ব বাড়িতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছে। সাতক্ষীরা জেলায় এখনো পর্যন্ত মোট করোনা রুগীর সংখ্যা ২ হাজার ৭শ ৮৪ জন।এদের মধ্যে সুস্থ্য হয়েছে ১ হাজার ৮ শ ৭০ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে জেলায় তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২শ ৫৮ জন।
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। এখনো পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্য বরণ করেছে ৫৬ জন।
এদিকে, শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে। লকডাউনে খানিকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে। জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন এবং সীমান্ত দিয়ে কেউ যাতে পারাপার না হতে পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
অপরদিকে, করোনা রুগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে পুরোটাই করোনা ডেডিকেটেড করা হয়েছে।এখানে এখন ২৫০ টি বেড আছে তবে পরবর্তীতর ৫০০ বেড করা হবে।করোনা বৃদ্ধি রোধে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।
উল্লেখ্য:করোনা সংক্রমনের হার কমানোর জন্য গত ৫ জুন সাতক্ষীরা জেলাকে লকডাউন করা হয়।আজ লকডাউনের ১৫ দিন চলছে।