সাতক্ষীরার কলারোয়া সীমান্তে নারী-পুরুষসহ ৭জন আটক
জুলফিকার আলী,কলারোয়া:
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে নারী পুরুষসহ ৭জনকে আটক করেছে বিজিবি। ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে আসার সময় তারা আটক হয়। এঘটনায় কলারোয়া থানায় পৃথক ভাবে ৪টি মামলা হয়েছে।
আটককৃতরা হলো-কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের আব্দুল গফুরের মেয়ে হালিমা খাতুন (২৬), ইয়াছিন আলীর স্ত্রী নাছিমা খাতুন (২৪), বামনখালীর রকিবুল গাজীর স্ত্রী লতা বিবি (৩৫), নড়াইল কালিয়ার পেড়লী এলাকার মিলন শেখের ছেলে মাহবুব শেখ (২৫), কালিয়ার জামরিলডাঙ্গা এলাকার মৃত চান খাঁর মেয়ে কুরছিনা খাতুন (৩২), যশোরের চাচড়া-রাজবাড়ী এলাকার মৃত আনোয়ার শেখের মেয়ে মরিয়ম (৩৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গোবিন্দপুর মাঠপাড়া এলাকার ই্সুফ আলীর ছেলে মনিরুজ্জামান (২৮)। এদের বিরুদ্ধে কলারোয়া থানায় পৃথক ভাবে ৪টি মামলা হয়েছে। আটককৃতরা কলারোয়া সীমান্তের ৪টি স্থান থেকে পৃথক ভাবে আটক হয়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর জানান-সীমান্তে আটক নারী ও পুরুষকে গত ৭দিন কলারোয়ার সোনাবাড়ীয়া স্কুলে কোয়ারেন্টাইনে রাখা হয়। সেখান থেকে বৃহস্পতিবার বিকালে কলারোয়া থানা পুলিশে সোপর্দ করে বিজিবির সদস্যরা।