কলারোয়ায় ৯ নারীসহ করোনা শনাক্ত ১৫
কামরুল হাসান।।
কলারোয়ায় ফের ১৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরমধ্যে নারী হলেন ৯ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড এন্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাবের প্রাপ্ত রিপোর্টে ১৫ জন করোনা পজিটিভ শনাক্ত হন। সবমিলিয়ে ২৯ জনের টেস্ট রিপোর্টে শনাক্ত হলেন ১৫ জন। শনাক্তের শতকরা হার ৫১.৭২। যদিও এরমধ্যে ২ জন ফলোআপ টেস্ট করিয়েও তাদের রেজাল্ট করোনা পজিটিভ হয়েছে।
বুধবার উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: জিয়াউর রহমান এ করোনা শনাক্তের সত্যতা নিশ্চিত করেন। শনাক্তকৃতদের মধ্যে সর্বাধিক ৬ জন কলারোয়া পৌরসভার, ৩ জন সোনাবাড়িয়া ইউনিয়ন, ২ জন কয়লা ইউনিয়ন এবং ১ জন করে লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, কুশোডাঙ্গা ও হেলাতলা ইউনিয়নের বাসিন্দা। র্যাপিড এন্টিজেন টেস্টে শনাক্তকৃতরা হলেন: কলারোয়া পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম (৩৪), উপজেলার খলসী গ্রামের হোসনে আরা((৩০) ও সোনাবাড়িয়া গ্রামের মিতালি হালদার (২৮)। পিসিআর ল্যাব টেস্টে শনাক্তকৃতরা হলেন: পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের মুত্তাফিক বিল্লাহ (৩৩), তুলসীডাঙ্গা গ্রামের সাবিহা আকতার (৩২), উপজেলা শ্রীরামপুর গ্রামের সেলিনা খাতুন (৩৫), রায়টা গ্রামের সুন্দরী খাতুন (৬১), লাঙ্গলঝাড়া গ্রামের আফরোজা (৩৫), আলাইপুর গ্রামের সালমা (২৭), কাকডাঙ্গা গ্রামের সৌদেদ সরদার (৬৮), কয়লা গ্রামের আসামা খাতুন (৩০), কলারোয়া সদরের আতাউর (৩০) ও আসমা খাতুন (৩৫)। এছাড়া পিসিআর ল্যাবে ফলোআপ টেস্ট করিয়েও করোনা পজিটিভ শনাক্ত হওয়া ২ জন হলেন: কলারোয়া পৌরসভাধীন ঝিকরা গ্রামের সিরাজুল হক (৬২) ও উপজেলা বেলি গ্রামের আল নজিব মাহফুজ (১৭)।
Please follow and like us: