সাতক্ষীরায় ত্রাণের দাবিতে হোটেল শ্রমিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় লকডাউনে হোটেল বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন হোটেল শ্রমিকরা। কিন্তু তাদের কোন ধরনের ত্রাণ বা সহযোগিতা করা হয়নি। ফলে তারা মানবেতর জীবন যাপন করছেন। অবিলম্বে ত্রাণের দাবিতে বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন(১৭৭৯) এর আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের করেছে তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, যুগ্ম সম্পাদক সুমন, ক্যাশিয়ার রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আবু জাহিদ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনায় সরকার ঘোষিত দীর্ঘ লকডাউনে হোটেল শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। লকডাউনে ১ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। ফলে কাজ না থাকায় সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এখনো পর্যন্ত তাদের পাশে কেউ সহায়তার হাত বাড়ায়নি। এসময় তিনি সাধারণ শ্রমিকদের সহায়তায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আলমগীর হোসেন, পলাশ, সালাউদ্দিন, রাশেদুল মিয়ারাজ, মাজেদা, সায়েরা, ময়না, রহিমা, হামেদা, সিরাজ, রাশিদা, তানজিলা, সোনিয়া, মামুন, মিজান প্রমুখ।