কুল্যা মহিষাডাঙ্গায় ৮ অসহায় পরিবার ঘর পাচ্ছে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মহিষাডাঙ্গা গ্রামে ৮ জন অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার সরকারি ভাবে ঘরের বরাদ্দ পেয়েছে। ঘরের কাজের সরঞ্জমাদি আসতে থাকায় পরিবারগুলোর মধ্যে এক অভাবনীয় আনন্দ মূখর অনুভূতি বিরাজ করছে।
জাতির পিতা বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে দেশের অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর নির্মান করে দেওয়ার এক যুগান্তকরী পদক্ষেপ গ্রহন করেন, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসাবে কার্যক্রমের ২য় ধাপে মহিষাডাঙ্গা গ্রামের মৃত সাধুরাম বিশ্বাসের পুত্র সতীশ বিশ্বাস, গনেশ বিশ্বাসের পুত্র অজিৎ বিশ্বাস, রবীন্দ্র সরকারের পুত্র সুকান্ত সরকার, মৃত সন্তোষ সরকারের পুত্র সুরঞ্জন সরকার, হরিপদ গাইনের পুত্র বাসুদেব গাইন, মৃত কালিপদ সরকারের পুত্র বিশ্বনাথ সরকার, কিনুপদ সরকারের পুত্র সুকান্ত সরকার ও নরেন্দ্র নাথের পুত্র নিত্যানন্দ মন্ডল এবং তাদের পরিবারের সদস্যদের বসবাসের জন্য খাস জমি বন্দোবস্ত প্রদান করে সেখানে সরকারি উদ্যোগে প্রত্যেক ঘরের জন্য ১ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয় বরাদ্দে ঘর নির্মান কাজ শুরু পথে রয়েছে। ইতিমধ্যে ঘরের কাজের জন্য ইট বালি ও অন্য সরঞ্জামও পথিমধ্যে রয়েছে। শীঘ্রই নির্মান কাজ শুরু হবে। এসব বাস্তহারা ৮টি পরিবারের সদস্যরা নিজস্ব ঘরে ঘুমানোর সুযোগ বাস্তবে পুরন হতে যাচ্ছে ভেবে যারপর নাই মহা খুশিতে ভাসছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও জন প্রতিনিধিদেরকে তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।