করোনা সংক্রমন ৪৪.৪১ শতাংশ: সাতক্ষীরায় দ্বিতীয় মেয়াদের লকডাউনের দ্বিতীয় দিন ঢিলেঢালা
স্টাফ রিপোর্টার:
সীমান্ত জেলা সাতক্ষীরায় প্রতিদিনই করোনা শনাক্তের হার বাড়ছে।আজ ২য় দফার লকডাউলকডাউনের দ্বিতীয় দিন।
এদিকে গত ২৪ ঘন্টায় ২৬৯ জনের মধ্যে ১২০ জনের করোনা পজেটিভ এসেছে।যার শতকরা হার ৪৪.৪১ শতাংশ।এখনো পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা রুগীর সংখ্যা ২হাজার ৩শ ৭৫ জন। বর্তমানে জেলায় একটিভ করোনা পজেটিভ রুগী রয়েছে ৬শ ৯৬ জন।এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১২৬ জন। এর মধ্যে ২৬ জনের করোনা পজিটিভ ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি আছে ৩১ জনের মধ্যে ২৮ জনের করোনা পজিটিভ। আর বাকিরা শহরের বিভিন্ন বেসরকারি হাসপালতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা নিজস্ব বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে করোনায় অক্রান্ত হয়ে জেলায় মোট ৫২ জনের মৃত্যু হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২শ ৪৫ জনের।
গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ জনের ও করোনা উপসর্গে মারা গেছে ২ জন।
এদিকে সকাল থেকে পুলিশ ব্যারিকেড বসিয়ে শহরে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে। লকডাউনে খানিকটা ঢিলেঢালা ভাব দেখা গেছে। সাতক্ষীরা শহর ছাড়া জেলাব্যাপী এই লকডাউন চলছে ঢিলেঢালা সাধারণ দিনের মত। গ্রাম এলাকায় সামাজিক দুরুত্ব মানছে না কেউ।নজরদারির অভাবে হাটবাজারগুলোতে জনসমাগম লক্ষ্য করা গেছে। জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদও হাসপাতালে পর্যাপ্ত বেড ও ডাক্তার জনবল সংকটে করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।
তিনি আরো বলেন,লকডাউন ঠিক ভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ ও জনগণকে আহবান জানিয়েছেন।
দৈনিক সাতক্ষীরা/পিএম