দেবহাটায় ১২জন করোনা ভাইরাসে আক্রান্ত, বাড়ি লকডাউন
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় গত ২৪ ঘন্টায় চার ইউনিয়নের আরোও ১২জন মহামারী করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিপ্লব মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। এদের মধ্যে পারুলিয়া ইউনিয়নে ৪জন, সখিপুর ইউনিয়নের ২জন, নওয়াপাড়া ইউনিয়নের ৩জন ও দেবহাটা সদর ইউনিয়নের ৩ জন রয়েছেন। আক্রান্তরা হলেন, পারুলিয়ার আব্দুল হামিদ (৫০), খেজুরবাড়িয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), একই গ্রামের মহিউদ্দীন (৬৫), ঘড়িয়াডাঙ্গার মনিরুল ইসলাম (৫০), সখিপুরের শহিদুল ইসলাম (৫৩), নাজমুন্নাহার (৩৫), নওয়াপাড়ার ওয়াহেদুজ্জামান (৫২), গরানবাড়িয়ার শহিদুল ইসলাম (৫০), চাঁদপুরের নুরুল ইসলাম (৭৩), সদর ইউনিয়নের ঘলঘলিয়া গ্রামের মহাসিন আলী (৫০), একই গ্রামের শাহারবানু (৬০) ও আজিজপুর গ্রামের রবিউল ইসলাম (৫০)।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, আক্রান্ত প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে। মহামারী করোনা সংক্রমন এড়াতে সকলকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি।
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বিপ্লব মন্ডল জানান, সর্বশেষ গত ২৪ ঘন্টায় উপজেলাতে ১২ জন করোনাক্রান্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ওয়েভে এপর্যন্ত আক্রান্ত ৪৬ জন বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। সব মিলিয়ে এপর্যন্ত উপজেলাতে মোট ১৪৬জন করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।