কলারোয়ায় আওয়ামীলীগ সভাপতি স্বপন ও তাঁর সহধর্মিণী রত্নাসহ ১০জনের করোনা শনাক্ত
কামরুল হাসানঃ
দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের পরেও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপেজলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও তাঁর সহধর্মিণী উপেজলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্নার। সেই সাথে আরও ৮জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই উপজেলায় করোনা পজিটিভ শনাক্তাকারী মানুষের পাশে থেকে এই আক্রান্ত রাজনৈতিক ব্যক্তিদ্বয় সার্বিক সহযোগিতাসহ মানসিক শক্তি জুগিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে করোনা ভাইরাস পজিটিভ হওয়ার পর থেকে তাঁরা দু’জনই নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন। আরও জানা যায়, প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্না শরীরে তাপমাত্রা বৃদ্ধি (জ্বর) অনুভব করায় কলোরায়া সরকারি হাসপাতালে চিকিৎসকের পরামর্শে এন্টিজেন কিটসে পরীক্ষা করানো হয়। পরীক্ষা শেষে তাঁর করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়।
বিষয়টি জানার পর আওয়ামী লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন শারীরে অসুস্থতার কোন উপসর্গ ছাড়াই এন্টিজেন কিটস এ পরীক্ষা করে জানতে পারেন তাঁর শরীরেও করোনা পজিটিভের উপস্থিতি। এর পর থেকে দু’জনই পৌর সদরের তুলশিডাঙ্গান্থ নিজ বাড়িতেই আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ওই দম্পতি। করোনা আক্রান্ত কলারোয়ার অতি পরিচিত মুখের রাজনৈতিক ব্যক্তিদ্বয় সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এ ব্যাপারে, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম প্রাথমিকভাবে করোনা পিজিটভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান উভয়ের সংগৃহীত নমুনা পিসি আর ল্যাবে পাঠানো হয়েছে। এ সময় তিনি সকলকে মাস্ক পরিধান ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
এছাড়াও একইদিন ৩০ জনের করোনার নমুনা র্যাপিড এন্টিজেন কিটসে পরীক্ষায় ১০ জনের শনাক্ত হয়েছে বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম।
তারা দু’জন ছাড়াও এদিন আরো যাদের করোনা শনাক্ত হয়েছে তারা হলেন- পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামের খালেদুর রহমান (২৬), একই গ্রামের তাহমিনা খাতুন (৩৬), কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (২৮), হেলাতলা ইউনিয়নের দক্ষিন দিগং গ্রামের ফেরদৌসী আরা রুবিয়া (৫৪), একই গ্রামের মোস্তাফিজুর রহমান (৩৮), লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের রুপিয়া (২৫), কুশোডাঙ্গা ইউনিয়নের পারিকুপি গ্রামের রহিমা খাতুন (৩৬), ঝিকরগাছা থানার শংকরপুর ইউনিয়নের বাকুড়া গ্রামের ফুজান (৫৫)।