আশাশুনি সীমান্তে পুলিশের চেকপোষ্ট বসিয়ে তল্লাশী
জি এম মুজিবুর রহমান:
জেলাব্যাপী লকডাউন ঘোষণার ৭ম দিনে আশাশুনিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের নেতৃত্বে পুলিশী তল্লাশী শুরু করা হয়েছে। শুক্রবার (১১ জুন) সকাল থেকে উপজেলার বুধহাটা বাজার, কুল্যার মোড়, বড়দল ব্রীজ, কালীবাড়ী বাজার, বাঁকা বাজারসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আশাশুনি উপজেলায় প্রবেশ পথে এ চেক পোষ্ট স্থাপন করা হয়। এসব স্থানে বাঁশ ও চেয়ার টেবিল রেখে যানবাহনও থামিয়ে লকডাউনের নির্দেশনা বাস্তবায়ন করা হয়।
লকডাউন ঘোষণার পর যাত্রীবাহি বাস চলাচল বন্ধ হলেও এসব এলাকায় ইজিবাইক, ইঞ্জিনভ্যান, মাইক্রো, মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করে আসছে। চেকপোষ্ট স্থাপন করে শুক্রবার কঠোর পদক্ষেপ গস্খহণ করায় এলাকায় অপ্রয়োজনীয় যানবাহন চলাচল ও মানুষের যাতয়াত রুদ্ধ হয়ে যায়। ওসি’র নেতৃত্বে পুলিশ কর্মকর্তাবৃন্দ এসব স্থানে কঠোর ভ‚মিকা পালন করেন। এসময় পুলিশের পক্ষ থেকে সবাইকে সরকারী নির্দেশ বাস্তবায়নে সতর্ক হওয়ার নির্দেশনা প্রদান করেন এবং কাজ ছাড়া বিনা প্রয়োজনে বাইরে না আসার আহবান জানান। কেউ নির্দেশ অমান্য করে বাইরে এলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুঁশিয়ারী ঘোষণা করা হয়। এসময় ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, এসআই জুয়েল রানা, এসআই গাজী নূর নবীসহ অন্য কর্মকর্তাবৃন্দ দায়িত্ব পালন করেন।