সাতক্ষীরার ভোমরা সীমান্তে আরো ৩ জন আটক
বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি’র অভিযানে আরো ৩ জন আটক করা হয়েছে। আটককৃতরা অবৈধভাবে চোরাপথে ভারত থেকে দেশে ফিরছিল। আটককৃতরা হলো খুলনার কয়রা উপজেলার পাটনীখোলা গ্রামের মহাদেব মন্ডলের ছেলে ক্ষীতিশ মন্ডল (৩৫), তার স্ত্রী মুক্তা মন্ডল (২৬) এবং তার কন্যা প্রেমা মন্ডল (১০)।
সাতক্ষীরা বিজিবি জানায়, করোনা ভাইরাস এর ভারতীয় ভ্যারিয়েন্ট এর সংক্রমন প্রতিরোধকল্পে সীমান্তে বিজিবি’র নজরদারী ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোমরা সীমান্ত থেকে উপরোক্ত ৩ জনকে আটক করা হয়। এনিয়ে গত ২৮ এপ্রিল ২০২১ হতে সর্বমোট ৪৮ জন বাংলাদেশী নাগরিক এবং ৩ জন মানব পাচারকারী আটক করা হয়।
আটককৃতদেরকে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে পঠানো হয়েছে। সাতক্ষীরা বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।