খুলনা ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন গ্রেফতার
আব্দুর রশিদ বাচ্চু :
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা হতে ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও সর্বমোট ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) জন গ্রেফতার।
খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান’র দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম রূপসা থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে জানতে পেরে
শনিবার (৫ জুন ২০২১) খ্রিঃ তারিখ রাত ১০.৩০ টার সময় মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন ইলাইপুর সাকিনস্থ জনৈক কবির মীর এর বাড়ীর উঠানে পৌছায়ে আসামি ১। কবির মীর (৪৫), পিতা- আলী হোসেন মীর, মাতা-মৃত জবেদা, সাং- ইলাইপুর, ২। আজগর আলী মীর (২৬), পিতা- কাওছার আলী মীর, মাতা-জাহেদা খাতুন, সাং- বাগমারা, উভয় থানা-রূপসা, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতার পূর্বক ১নং আসামী কবির মীর (৪৫) তার পরিহিত লুঙ্গির ডান কোমরে গোজা একটি সাদা রংয়ের পলিথিনের ভিতর খবরের কাগজ দ্বারা মোড়ানো ১০০ (একশত) গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা, মূল্য অনুমান ৫০০/- (পাঁচশত) টাকা এবং ২নং আসামী আজগর আলী মীর (২৬) তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে একটি সাদা রংয়ের পলিথিনের ভিতর একটি ছোট নীল রংয়ের এয়ারটাইট পলিব্যাগে রক্ষিত ১০ (দশ) পিচ হালকা কমলা রংয়ের ও ১০ (দশ) পিচ গোলাপী রংয়ের মোট ২০ (বিশ) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০৫/০৬/২০২১ তারিখ রাত ১০.৪৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনায় উপরোক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) আল আমিন, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে রূপসা থানায় মামলা নং- ০৭, তারিখ- ০৬/০৬/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)/১০ (ক) দায়ের করা হয়েছে।
Please follow and like us: