মুন্সীগঞ্জ সিংহরতলী থেকে হরিণের মাংস সহ নৌকা আটক
আশিকুজ্জামান লিমনঃ
হরিণের মাংস সহ নৌকা আটক করেছে বন বিভাগ ও সিপিজি।শুক্রবার রাত ৮ টার সময় হরিনগর সিংহড়তলী চুনকুড়ী নদী থেকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি হরিণের মাংস সহ নৌকা আটক করে।তবে এ সময় কোন ব্যক্তি কে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগ সূত্রে জানা যায়, আসামীরা পালিয়ে যাওয়ার সময় ব্যাগ ভতি হরিণের মাংস নদী ফেলিয়ে দেয় নৌকায় থাকা ২ কেজির মত হরিণের মাংস পাওয়া যায়। চুনকুড়ীর ভারপ্রাপ্ত কমকতা মো: দাউদ মিয়া বলেন, গোপনে তথ্য ছিল যে হরিণের মাংস পাচার হবে। সে সময় থেকে অভিযান শুরু করি। চুনকুড়ি নদীতে একটা নৌকা দেখে সন্দেহ হলে তাদের ধরতে এগুয়ে যাই।আমাদের উপস্থতি বুঝতে পেরে আসামীরা পালিয়ে যায়।বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
Please follow and like us: