শ্যামনগরে হিন্দু পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আশিকুজ্জামান লিমন :
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় নবগঠিত হিন্দু পরিষদের আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জুন শুক্রবার বিকাল ৫ টায় গোপালপুর ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করেন নবগঠিত কমিটি।
বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মন্ডল এর সভাপতিত্বে ও সদস্য সচিব উৎপল কুমার মন্ডল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা হিন্দু পরিষদে উপদেষ্টা রনজীৎ দেবনাথ, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মনোদ্বীপ মন্ডল, যুগ্ন-আহবায়ক সুজন কুমার দাশ, পলাশ দেবনাথ, হিমাংশু মন্ডল , বিকাশ ঘোষ, শ্রীনিবাস দাশ, পিযুষ বাউলিয়া, সঞ্জয় ঘোষ, শ্যামনগর উপজেলা শাখার হিন্দু যুব পরিষদের সদস্য সচিব সাধন মন্ডল, সদস্য – প্রতিমা রানী, দেবব্রত , সুমন , পলাশ, প্রসেনজিৎ , বিজয় , প্রিন্স, গোপাল, সুশান্ত, যাদব প্রমুখ ।
উক্ত সভায় বক্তারা বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী এই লক্ষে শ্যামনগর উপজেলায় সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে স্ব জাতির সন্মান ও স্বার্থ রক্ষার্থে শ্যামনগর উপজেলা হিন্দু পরিষদ বদ্ধ পরিকর । তাই আগামী দিনে মানুষ হিসেবে মানুষের নায্য দাবী ও অধিকার আদায়ে বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখা সর্বদা সোচ্চার থাকবে।
Please follow and like us: