ভারতে পচার হওয়া এক কিশোর ১৭ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে
আঃ জলিল, শার্শা :
ভারতে পচার হওয়া আরাফাত নামে এক কিশোর ১৭ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ শুক্রবার বেলা ৫ টার সময় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ফেরত আসা কিশোর চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার ফারুক আহম্মেদ এর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, পাসপোর্ট ভিসা বাদে দালাল চক্রের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় গত ১৭ মাস আগে ভারতে যায়। এরপর ভারতের মোম্বাইয়ে সে পুলিশের কাছে আটক হয়। পরে আদালতের মাধ্যেমে সে দেশের একটি শেল্টার হোমে ১৭ মাস ছিল। দুই দেশের উচ্চ পর্যায়ের চিঠি চালাচালির এক পর্যায়ে আজ সে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে প্রবেশ করে। তাকে ইমিগ্রেশন এর আনুষ্টানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া বেগম জানান বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাকে যশোর নিয়ে যাওয়া হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।